উপজেলা রিসোর্স সেন্টার, সদর,কুড়িগ্রাম ১৯৯৯ সালে প্রতিষ্টিত হয়। কুড়িগ্রাম সদর উপজেলার কিশলায় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে অবস্থিত। মানসম্মত প্রাথমিক শিক্ষানিশ্চিত করতে হলে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। প্রতিষ্ঠার পর থেকে এটি এই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নানা রকম প্রশিক্ষণ কাযক্রম পরিচালনা করে আসছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিকট এটি একটি জ্ঞানচর্চার প্রানকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমান সরকার উপজেলা রিসোর্স সেন্টার সমূহকে প্রশিক্ষণ কার্যক্রম ছাড়াও প্রাথমিক শিক্ষার তথ্য ভান্ডার হিসেবে তৈরি করছে। প্রাথমিক শিক্ষায় ডিজিটাল বাংলাদেশ গড়ায় এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস